নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
রাতে চুরির সন্দেহে মারধর সকালে মিলল বৃদ্ধর লাশ
ফরিদপুরের নগরকান্দায় একটি জমিতে থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। উপজেলা ডাঙ্গী ইউনিয়নের শংকর পাশা গ্রামের একট পাকা রাস্তার উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাতে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ভ্যানচুরির খবর একজনকে মারধর করা হয়। সকালের ওই এলাকার একটি জমিতে বৃদ্ধের মরদেহ মেলে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ ও ফরিদপুর সিআইডি ক্রাইম সিন টিম ঘটনা স্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।
হত্যার শিকার ব্যক্তির নাম বেলাল গাজী (৮৩)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার পশ্চিম লক্ষী খোলা গ্রামের মৃত শহর আলী গাজীর সন্তান। নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মন্ডল ও সিআইডির তদন্তকারি উপপরিদর্শক (এসআই) দীপংকর এই তথ্য জানান। হত্যাকণ্ডের বিষয়ে তারা তদন্ত করছেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে শংকর পাশা গ্রামের লতিফ মন্ডলের ভ্যান চুরির চেষ্টার খবরে লোকজন জড়ো হয়ে একজনকে মারধর করেন। সকালে ওই এলাকার একটি জমিতে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।
তবে ঘটনার পর থেকে ভ্যান মালিক লতিফ মন্ডল গা-ঢাকা দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘জমিতে একজনের মরদেহ পড়ে থাকার বিষয়টি স্থানীয়রা জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য পাওয়া যাবে।’