reporterঅনলাইন ডেস্ক
  ১১ সেপ্টেম্বর, ২০২৪

কাশিমপুরে বিগবস কারখানায় অগ্নিসংযোগ

গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে আন্দোলনের জেরে বেক্সিমকোর অঙ্গপ্রতিষ্ঠান বিগবস নামের তৈরি পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দিয়েছে শ্রমিকরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মহানগরীর কাশিমপুরের ২নং ওয়ার্ডের সারাবো এলাকায় এ ঘটনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, বেক্সিমকোসহ কয়েকটি কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে। তার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা বুধবার সকালেও বিগবস কারখানার সামনে জড়ো হয়ে কর্মবিরতির দাবি জানায়। তবে কারখানা কর্তৃপক্ষ এই দাবি প্রত্যাখ্যান করে। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে দুপুর ১২টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে কেমিক্যাল গোডাউনে আগুন লাগিয়ে দেয়।

পরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও আন্দোলনকারীদের ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ৪ ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে কারখানার কেমিক্যাল গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক আন্দোলনে কাশিমপুর এলাকায় বিগবস কারখানায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এখন আগুন নিয়ন্ত্রণে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close