ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় বিদ্যালয়ের চুরির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২
ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা-পুলিশ। চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দিনার (২২) ও আলী আহাম্মদ (৪৫)। গত রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের গ্রামের ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার অফিস কক্ষের দরজার তালা ভেঙে অফিস কক্ষ থেকেতে একটি সাউন্ড বক্স, একটি আইপিএস মেশিন, দুটি আইপিএস ব্যাটারি, একটি ফটোকপি মেশিনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি যায়। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, অভিযোগ পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুজনকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।