চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

শশীভূষণ প্রেসক্লাবের কমিটি

সভাপতি শাহিন, সম্পাদক সোহেল

ভোলার চরফ্যাকশন উপজেলার শশীভূষণ প্রেসক্লাবে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে শশীভূষণ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সব সদস্যদের সম্মতিতে কার্যকারী কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা প্রতিদিন-এর প্রতিনিধি কামরুজ্জামান শাহিন সভাপতি, আমাদের বরিশাল-এর প্রতিনিধি মিজানুর রহমান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিদিনের সংবাদ-এর উপজেলা প্রতিনিধি ইসরাফিল নাঈম।

২০২৪-২৫ সালের জন্য নির্বাচিত এই কমিটিতে অন্যদের মধ্যে আছেন সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সালাউদ্দিন বাচ্চু, সহ-সভাপতি এম আনোয়ার হোসেন (সময়ের চিত্র), আরিফুর রহমান রাসেল (বাংলাদেশের খবর) ও ইমাম হোসেন রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (উপকুল বার্তা) ও শাহাবুদ্দিন হাওলাদার (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক বাছেদ মৃধা (আমাদের বরিশাল), দপ্তর সম্পাদক এইচ এম নোমান (ভোলা টাইমস্), প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আশরাফুল (খোলা কাগজ), কোষাধ্যক্ষ ফাহিম ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যদের মধ্যে আছেন প্রভাষক তাপস দেবনাথ, প্রভাষক মাকসুদুর রহমান রুবেল, খুরশিদ আলম, সেলিম রানা ও সাধারণ সদস্য মিজানুর রহমান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close