শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শ্রীপুরে যাত্রা বিরতির দাবিতে ২ ঘণ্টা অবরুদ্ধ কমিউটার ট্রেন
জামালপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর স্টেশনে মানববন্ধন করেছে উপজেলার কয়েকটি ইউনিয়নের শিক্ষার্থী ও এলাকার লোকজন। এতে ওই স্টেশনে দুই ঘণ্টা আটক ছিলেন ট্রেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
আন্দোলনে অংশগ্রহণকারী ফরিদ আহমেদ, আমিনুল ইসলামসহ কয়েকজন জানান , জামালপুর কমিউটার ট্রেনের স্টপেজের জন্য বহুদিন আন্দোলন করেছেন তারা। অনেকবার স্থানীয় সংসদ সদস্য (এমপি), মন্ত্রী আশ্বাস দিলেও ট্রেন থামেনি। তাদের কাঁচামাল শহরে পরিবহন করতে ও শহরে যাতায়াত করতে অনেক কষ্ট হয়।
আন্দোলনকারীরা জানান, গতকাল সকালে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে সকাল সাড়ে দশটার দিকে অবরোধ করে রাখা হয়। তাদের দাবি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়। পরে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে বিকেল পাঁচটার মধ্যে এর সমাধান চেয়ে দুপুর সাড়ে বারোটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, ‘কয়েকদিন যাবত এই স্টেশনে কম্পিউটার ট্রেনটি যাত্রা বিরতির জন্য এলাকাবাসী দাবি জানায়। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কম্পিউটার ট্রেনটি যাত্রা বিরতির দাবিতে অবরোধ করে রাখে। এতে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে দুপুর সাড়ে বারোটার দিকে আন্দোলনকারীরা তাদের অবরোধ তুলে নেয়। যাত্রা বিরতির জন্য বিষয়টি আমরা ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’