আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

আমতলীগে অগ্নিদগ্ধ এক নারীর মৃত্যু

বরগুনার আমতলীতে অগ্নিদগ্ধ হয়ে রিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার উত্তর টেপুরা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বরগুনার মর্গে পাঠিয়েছে পুলিশ।

রিনা বেগম টেপুরা গ্রামের মৃত আব্দুর রশিদ মাতুব্বরের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছলেন বলেন জানা গেছে। ২৫ বছর আগে উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামের মোকলেছ মুন্সির সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে হৃদয় (২০) ও হৃদি (১৭) নামে দুটি সন্তান রয়েছে। তারা ঢাকার একটি গর্মেন্টে চাকরি করেন।

জানা গেছে, রিনা বেগম বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন। ১৫ বছর আগে রিনা বেগমের মানসিক সমস্যা দেখা দিলে তার স্বামী অন্যত্র বিয়ে করে নিরুদ্দেশ হন। রিনা বেগম তার বাবার বােিড়তে একটি দোচালা টিনের ঝুপরি ঘরে বসবাস করতেন। তার বৃদ্ধ মা ও ভাই সালাউদ্দিন বাড়ির পাশে আলাদা জমিতে ঘর তুলে বসবাস করেন।

গতকাল সকাল সাড়ে ৮টার সময় প্রতিবেশীরা রিনার ঘরে আগুন জ্বলতে দেখে এগিয়ে যান। পরে তারা পুরে যাওয়া ঘরে রিনাকে অগ্নিদগ্ধ হয়ে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে মা-ভাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিনাকে মৃত অবস্থায় পান।

রিনার মা সুফিয়া খাতুন বলেন, ‘আমার মেয়ের ১০-১২ বছর ধরে মানসিক সমস্যা ছিল। কীভাবে আগুন লেগেছে, তা কিছুই বলতে পারবো না।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখয়াত হোসেন তপু বলেন, লাশ উদ্ধার করে বরগুনার মর্ঘে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close