পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করে উৎপাদন বৃদ্ধির জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী সদর উপজেলা চত্বরে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে র্যালি শেষে সদর উপজেলা চত্বরে ইউএনও ইফফাত আরা জামান উর্মির সভাপতিত্বে ও সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এখলাছুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোর্শেদা আক্তার মিম ও কৃষক মাসুদ রানা। পরে প্রধান অতিথি মেলায় নতুন নতুন প্রযুক্তির স্থাপিত ১৫টি স্টল পরিদর্শন করেন এবং ১০০ জন কৃষক, কৃষানি ও শিক্ষার্থীকে বিনামূল্যে ৫টি করে বিভিন্ন জাতের ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করেন। এ মেলা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে বলে জানান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
পিডিএস/জেডকে