লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

ইউএনও বদলীর আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন 

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম কে বহাল রাখা ও বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন -প্রতিদিনের সংবাদ

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলাম কে বহাল রাখা ও বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সড়কে এ মানববন্ধন হয়।

জানা গেছে, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামকে লোহাগড়াতে বহাল রাখতে উপজেলার ৩-৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেয়। জহুরুল ইসলাম চলতি বছর ২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন।

মানববন্ধনে বক্তব্য দেন লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজল কুমার বিশ^াস, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান, লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে,এম রেজাউল ইসলাম, সহকারী শিক্ষক আজ্জাক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অসাধারণ গুণের অধিকারী ইউএনও মোঃ জহুরুল ইসলাম কে লোহাগড়া উপজেলায় রাখতে হবে। বদলীর আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নড়াইলের লোহাগড়া,দাবিতে মানববন্ধন,বদলীর আদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close