নোয়াখালীতে জামায়াতের পক্ষ থেকে ইমাম-মুয়াজ্জিনদের উপহার প্রদান
নোয়াখালীতে ইমাম মুয়াজ্জিনদেরকে উপহার প্রদান করা হয়েছে এবং তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কবিরহাট উপজেলার কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াত ইসলামি কবিরহাট উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন ও উপহার সামগ্রী প্রদান করা হয়। কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির নোয়াখালী জেলার নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দীন ফারুক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মসজিদ মিশন এর সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিন ও নোয়াখালী জেলা শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাজমুল ইসলাম শামীম। বক্তব্যে অতিথিরা বলেন, একজন আলেম ও ইমামের সমাজে অনেক দায়িত্ব রয়েছে। সঠিকভাবে ইসলামের বানী পৌঁছে দেওয়া ছাড়াও একটি আদর্শ সমাজ গড়ে তোলা সবার দায়িত্ব। বক্তারা বলেন, শালিস থেকে শুরু করে সবকিছুই মসজিদ ভিত্তিক হতে হবে। আমাদের সেই যোগ্যতা গড়ে তুলতে হবে। তা না হলে সমাজ ও দেশের কল্যাণে ইসলাম কোন কাজে আসবে না। এসময় জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের ফ্যাসীবাদী অত্যাচার ও নির্যাতনের নিন্দা জানানো হয়। এরপর ছাত্র আন্দোলনে শহীদদের স্বরন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি আবু মুজাহিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন ভূঞা, হাফেজ আব্দুল্লাহ সাইফুল, উপজেলা বায়তুল মাল সম্পাদক ওয়ালী উল্লাহ, উপজেলা ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন গাজী, পৌরসভার আমীর মাওলানা ফজলুল্লাহ, বাটইয়া ইউনিয়ন আমীর, মাওলানা হাফেজ নুর হোসাইন, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং জামায়াতের নেতাকর্মী সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।