বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

যৌথ অভিযান

বাগমারায় অস্ত্র ও ককটেল উদ্ধার

ছবি: প্রতিদিনের সংবাদ

রাজশাহীর বাগমারায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে বস্তা ভর্তি ২৪টি দেশীয় অস্ত্র ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মূল ফটকের নিচে পরিত্যক্ত স্থানে এগুলো শনাক্ত করেন র‌্যাবের সদস্যরা।

জানা গেছে, খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ও র‌্যাব-৫ রাজশাহীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় টিনের চালার নিচে পরিত্যক্ত ঘরে একটি প্লাস্টিকের বস্তায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ওই বস্তার পাশেই একটি প্লাস্টিকের ব্যাগে কালো পলিথিনে মোড়ানো বেশ কয়েকটি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে ককটেল গুলো নিষ্ক্রয় করার জন্যে পানি ভর্তি বালতিতে রাখা হয়। তবে কে বা কারা এগুলো রেখেছে এটি জানা যানা যায়নি। উক্ত অভিযানে ২৪টি দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে যার নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা বলছেন, গত পাঁচ আগস্ট সাবেক এমপি আবুল কালাম আজাদের ক্যাডার বাহিনী অস্ত্রশস্ত্র নিযয়ে ভবানীগঞ্জ বাজারে তান্ডব চালায়। সারাদেশে যৌথ বাহিনীর অভিযান চলছে। এই সুযোগে কে বা কারা বস্তা ভর্তি দেশীয় অস্ত্র এবং ব্যাগে করে ককটেল ফেলে রেখে যায়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, এটি আসলে কে বা কাহারা রেখেছে সেটি বলা সম্ভব হচ্ছে না। তবে যেই রাখুক তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহীর বাগমারা,র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close