পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর, ২০২৪
পুঠিয়ায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৪ জন কারাগারে
রাজশাহীর পুঠিয়ায় সাবেক ছাত্রলীগের সভাপতিসহ তিনজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত্রিতে তাদের পুলিশ অভিযান চালিয়ে আটক করে। আটক ব্যক্তিরা হলেন- পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩২), পুঠিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম আলী (৪০), উপজেলার বিড়ালদহ বাজার এলাকার আয়েন উদ্দিন (৬০) ও উপজেলা জিউপাড়ার কানাইপাড়া এলাকার হযরত আলী (৫৮)।
পুঠিয়া থানা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর তারিখে পুঠিয়া থানায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় তাদের আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে আটক ব্যক্তিদের আদালতের মধ্যে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
পিডিএস/জেডকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন