তপন কুমার সরকার, আত্রাই (নওগাঁ)

  ০৭ সেপ্টেম্বর, ২০২৪

আত্রাইয়ে অভিযোগ 

বিদেশ পাঠানোর টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি

২৭ লাখ টাকা নিয়ে উধাও হানিফ 

ছবি: প্রতীকী

নওগাঁর আত্রাইয়ে বিদেশ (সার্বিয়া) পাঠানোর কথা বলে পাঁচজনের কাছ থেকে ২৭ লাখ টাকা নিয়ে আবু হানিফ সুমন (৪২) নামে এক ব্যক্তির উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সুমন উপজেলার মদনডাঙ্গা গ্রামের বাসিন্দা। প্রতিকার চেয়ে প্রতারণার শিকার পাঁচজন আত্রাই থানায় অভিযোগ দায়ের করেছেন।


  • থানায় অভিযোগ প্রতারণার শিকার পাঁচজনের
  • ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসি জহুরুল ইসলামের

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় বছর খানেক আগে বিদেশ (সার্বিয়া) পাঠানোর নামে জন প্রতি ৮ লাখ বিশ হাজার টাকা দেওয়ার চুক্তি হয় সুমনের সঙ্গে। চুক্তির পর ব্যাংকের মাধ্যমে ২-৩ লাখ করে এবং অবশিষ্ট নগদে গ্রহণ করেন সুমন। সব মিলে ফিরোজ খানের (৩৬) কাছ থেকে ৫ লাখ পঞ্চাশ হাজার, মোফাজ্জল হোসেনের (২৪) কাছ থেকে ৭ লাখ পঞ্চাশ হাজার, শাকিব খানের (২৩) কাছ থেকে ৬ লাখ পঞ্চাশ হাজার, মাধবের (৪২) কাছ থেকে ৩ লাখ ষাট হাজার, গোলাম মোর্ত্তজার (৩৫) কাছ থেকে ৪ লাখ টাকা নেন তিনি। প্রত্যেকের পাসপোর্ট জমা নেন অভিযুক্ত সুমন। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এবং বাদীদের বিদেশে পাঠাতে ব্যর্থ হন সুমন। তার কাছ থেকে টাকা ফেরত চাইতে গেলে বাদীদের প্রাণনাশের হুমকি দেন সুমন।

এ বিষয়ে অভিযুক্ত আবু হানিফ সুমনের বাড়ী মদনডাঙ্গায় গিয়ে তার দেখা পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আত্রাই,নওগাঁ,প্রাণনাশের হুমকি,উধাও
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close