চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর, ২০২৪

৩ বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ সাবাড়

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পূর্ব বিরোধের জেরে দাউদ মন্ডল নামে এক চাষির ৩ বিঘা ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কাঠগোলা মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি দর্শনা থানায় লিখিত অভিযোগ করায় এলাকা পরিদর্শন করেছেন থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম।

ঘটনাস্থলে গেলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের ইসমাইল, তার ভাই দেলু ও আব্দুল কাদের, ফরহাদ ও তার রিপনসহ কয়েকজন সকাল ৮টার দিকে খেতে গিয়ে দাউদ মন্ডলের উপস্থিতিতেই তার খেতের সব ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড় করে দিয়েছে।

চাষি দাউদ মন্ডল জানান, ঘটনার সময় তিনি খেতে কাজ করছিলেন। হঠাৎ গ্রামের কয়েকজন এসে জমির ফলন্ত পেঁপে গাছ কেটে ফেলে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি করেছে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শী ইসাহক আলী, বাবলু ও সাঈদ জানান, তারা হামলাকারীদের নিষেধ করার পরেও এই ঘটনা ঘটিয়েছে।

অভিযোগ বিষয়ে জানতে গত শুক্রবার অভিযুক্তদের বাড়িতে দিয়ে কাউকে পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় তাদের ব্যক্তিগত ফোন নম্বরে কল করেও তাদের সাড়া পাওয়া যায়নি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘খেতের পেঁপে গাছ কাটার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। জরুরি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, খবর পাওয়ার পর একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত পেঁপেচাষীকে সহায়তা করা হবে বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close