আমতলী (বরগুনা) প্রতিনিধি
ভেঙ্গে যাওয়া সেতুর স্থানে কাঠেরপুল নির্মাণের দাবি
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া হাট বাজারের ভেঙ্গে যাওয়া সেতুর স্থলে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের জনসাধারণের চলাচলের জন্য কাঠেরপুল নির্মাণের জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হলদিয়া গ্রামের প্রবিন ব্যক্তি মো. নান্নু মোল্লার সভাপতিত্বে হলদিয়াহাটে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জননেতা মো. মকবুল আহমেদ খান।
জানা গেছে, সভায় আগামী ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় হলদিয়া ও চাওড়া ইউনিয়নের জনসাধারনদের নিয়ে কাঠেরপুল নির্মান জন্য চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। এর আগে, ২২ জুন দুপুরে বরের বাড়িতে বউভাতের দাওয়াতে যাওয়ার সময় হলদিয়াহাট সেকু ভেঙে একটি মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জনের মৃত্যু হয়। তখন থেকে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলে দুভোর্গের মধ্যে পড়ে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান, স্থানীয় প্রবীন ব্যক্তি মো. জাফর মাস্টার, এলাহি মোল্লা, ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন মোল্লা, মন্টু মাষ্টার, সাবেক ইউপি সদস্য আল মামুন, মনি মোল্লা, তনয় মোল্লা, স্থানীয় মো. ফারুক আকন, মোশারেফ খান, তোফা মিয়া শতাধিক জনসাধারন অংশ গ্রহণ করেন।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা মো. মকবুল আহমেদ খান বলেন, সেতুট ভেঙ্গে যাওয়ার পর হলদিয়া চওড়া ইউনিয়নের সকল মানুষের চলাচলে নানা সমস্যা হচ্ছে। জনসাধারনের এ দুর্ভোগ লাঘবে সকলকে সঙ্গে নিয়ে এখানে একটি কাঠের পুল নির্মাণ করা হবে।