সিলেট প্রতিনিধি
সিলেটে অস্ত্র-গুলি উদ্ধার
সিলেট নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মীরাবাজার আগপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। ওইদিন সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরের মীরাবাজারের আগপাড়া এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয় র্যাব। ওই বাড়িতে রাজিব হোসেন (৩০) নামের এক ব্যক্তি ভাড়া নিয়ে বসবাস করতেন। তিনি সিলেট সড়রের যতরপুর এলাকার আলী মিয়ার ছেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে রাজিব পালিয়ে যায়। ফলে অস্ত্র উদ্ধার করা গেলেও তাকে গ্রেপ্তার করা যায়নি।র্যাব-৯ ধারণা করছে, উদ্ধার হওয়া অস্ত্রটি সিলেট মহানগরের আওতাধীন পুলিশ ফাঁড়ি থেকে যে সকল অস্ত্র লুট হয়েছে তার মধ্যে যেকোনো একটি হতে পারে। অস্ত্রটির ব্যাপারে যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কোতোয়ালি মডেল থানায় হস্তানন্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনায় পলাতক আসামি রাজিব হোসেনকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত আছে।