সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ১৮৫০ পিস ইনজেকশন জব্দ, গ্রেপ্তার ২

ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৮৫০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ ২ জনকে গ্রেপ্তার করে র‌্যাব-১২। গত শুত্রবার বিকেলে থানার চান্দাইকোনা বাজারের সন্নিকটে রাংপুর-ঢাকা মহাসড়কের ওপর এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুরের মিঠাপুকুর থানার সন্তোষপুর গ্রামের তারিকুল ইসলাম (৩৭) এবং পীরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের সাইফুল ইসলাম (৪৫)।

র‌্যাব -১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, রায়গঞ্জ থানার চান্দাইকোনা বাজারের সন্নিকটে রাংপুর-ঢাকা মহাসড়কের ওপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৮৫০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ ২ জনকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ,মাদকবিরোধী অভিযান,গ্রেপ্তার,র‌্যাব-১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close