নোবিপ্রবিতে ছাত্র ঐক্য সংসদের ব্যানারে ছাত্রলীগের পুনর্বাসনের ষড়যন্ত্র
ফ্যাসিবাদী কায়দায় পতিত স্বৈরাচারের দোসরদের নিয়ে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোবিপ্রবি শাখা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় নোয়াখালী জেলা প্রেসক্লাব সংলগ্নে দারুচিনি রেষ্টুরেন্ট-এ সংবাদ সম্মেলন করে সংগঠনের নোবিপ্রবি শাখা।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য ও নোবিপ্রবি'র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম রাসেল লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, বন্যার্তদের পাশে দাড়াতে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বাশার আজিজী গত ৩ সেপ্টেম্বর নোয়াখালীতে আগমন উপলক্ষ্যে নোবিপ্রবিতে সংক্ষিপ্ত সময়ের জন্য পরিদর্শণে আসেন। এ সময় ক্যাম্পাসের দায়িত্বশীলরা তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ ঘটনাকে কেন্দ্রকরে ছাত্র ঐক্য সংসদ নামের অনুমোদনহীন সংগঠনের ব্যানারে ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম হাসানের নেতৃত্বে গভীর রাতে বিক্ষোভ মিছিলি করে স্বৈরাচারী দোসর ছাত্রলীগ কর্মীরা।
স্বৈরাচার সরকারের তৈরী ছাত্রলীগকে পুনর্বাসন করতে ছাত্র ঐক্য সংসদ নামের এই অবৈধ সংগঠনের সকল কার্যক্রম নোবিপ্রবিতে নিষিদ্ধের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৫ দফা দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোবিপ্রবি শাখা সভাপতি মোহাম্মদ খলিল উল্লাহ, নোয়াখালী জেলা দক্ষিন শাখা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, নোয়াখালী সরকারি কলেজ শাখা সভাপতি আজাদ নূর জাফর, নোবিপ্রবি শাখা সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান প্রমূখ।