আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
চাঁদাবাজির অভিযোগ
আদমদীঘিতে বিএনপির তিন নেতাকে শোকজ
বগুড়ার আদমদীঘিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে মাহফুজুল হক টিকনসহ উপজেলা বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক কে. এম হুমায়ুন কবিরের দলীয় প্যাডে স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
যাদের নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন- জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপি সহ-সভাপতি কামরুল ইসলাম মধু ও ফরিদুল হক মুক্তা।
মাহফুজুল হক টিকনকে দেওয়া নোটিশে বলা হয়, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গিয়েছে। অপরদিকে কামরুল ইসলাম মধু ও ফরিদুল হক মুক্তাকে দেওয়া নোটিশে বলা হয়, মামলা রুজু না করেই তাদের ব্যক্তিগত ফেসবুকে আসামিদের নাম প্রকাশ করেছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এবং সেইসঙ্গে তাদের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা যায়, আদমদীঘিতে গত আগস্টের ২১ ও ২৫ তারিখে বিএনপি ও যুবদল অফিস ভাঙচুর ও বিস্ফোরণ আইনে অজ্ঞাতসহ ছয়শ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে থানায় দুটি মামলা হয়। আওয়ামী লীগের নেতাদের মামলা সংক্রান্ত ভয়ভীতি ও হুমকি-ধমকি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, কয়েকদিন আগে জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মাহফুজুল হক টিকনের বিরুদ্ধে শামিম নামের এক ব্যক্তিকে মামলা থেকে বাদ দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ আসে। ইতিমধ্যে তাদের কথোপোকথনের একটি অডিও রেকর্ড ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে তার বিরুদ্ধে বগুড়া জেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ দেন শামিমের মামা শফিকুল ইসলাম।
বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক কে. এম হুমায়ুন কবির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তারা লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তাদের কারণ দর্শানো নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
পিডিএস/জেডকে