ফেনী প্রতিনিধি
ফেনীতে বন্যা
বিশুদ্ধ পানির সংকট নিরসন ও স্যানিটেশনে জনস্বাস্থ্য প্রকৌশল
ফেনীতে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে ও স্যানিটেশনে কাজ করছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বানের পানি নিমজ্জিত এলাকায় নলকূপগুলোতে পানি ঢুকে যায়। যার কারণে এসব এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট দেখা দেয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৬টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প¬ান্ট চালু রয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট প¬ান্টের মাধ্যমে যে কেউ চাইলে বিনামূল্যে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবে। এ ছাড়া জেরিকেন এর মাধ্যমে ট্রিটমেন্ট প্লান্ট থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করে বিভিন্ন স্থানে পৌছে দেয়া হচ্ছে। চতুর্দিকে পানিতে আটকে থাকা মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহের লক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ পর্যন্ত ১৭ লাখ পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ করেছে। এ ছাড়া নিরাপদ স্যানিটেশনে আওতায় ৮টি ভাসমান ল্যাট্রিন ও ১২ হাজার পিস হাইজিন কিট বিতরণ করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় বি¬চিং পাউডার বিতরণ, টিউবওয়েল ডিসিনফ্যাকশন ও টিউবওয়েল মেরামত এবং ল্যাট্রিন মেরামতে কাজ করছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক জানান, বন্যা ও দুর্যোগকালীন নিরাপদ পানি সংগ্রহ, ব্যবহার, নলকূপ জীবানুমক্তকরণ এবং স্যানিটেশনসহ জনসাধারণের মাঝে জনসচেতনতার জন্য মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।