বাগেরহাট প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর, ২০২৪

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়স্ত্রসহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার

ছবি: প্রতিদিনের সংবাদ

বাগেরহাটে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনে একটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বন্দুকের গুলি, নগদ টাকা, সরকারী পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ডের জমা বই ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এসময়ে কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপর (অপরাধ ও অভিযান) মো. রাসেলুর রহমান। এর আগে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওশান সরদারের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

ওশান সরদারের বাবা জেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মস্থান বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জান বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপর মো. রাসেলুর রহমান জানান, এর আগে এই এলাকায় জেলা যুবলীগের নেতা সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যৌথ বাহিনীর অভিযান,বাগেরহাট,ছাত্রলীগ নেতা,
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close