অনলাইন ডেস্ক
০৫ সেপ্টেম্বর, ২০২৪
হোমনায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুমিল্লার হোমনায় একই পরিবারের ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের রেজাউলের মেয়ে মাহামুদা, মামাতো ভাই সাহাব এবং মামাতো ভাইয়ের স্ত্রী তিশা।
হোমনা থানার ওসি জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছি। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয়রা জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় একটি চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও এক ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিল। রাতের কোনো একসময় তাদেরকে দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন