কোম্পানীগঞ্জ রক্ষায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর স্লুইচগেট পুননির্মাণ, নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, ছোটফেনী নদী ব্রীজ সংরক্ষণ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ত্রুটিযুক্ত নির্মাণের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী মুসাপুর ইউনিয়ন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর বাংলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুছাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা এস.এম. জামালের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল মান্নান এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশারফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান।
এতে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হক জিয়া, মঈনুল হোসেন সোহেল, আকবর হোসেন, জামাল উদ্দিন, মোফাজ্জল হোসেন সোহাগ, সফি উদ্দিন, নুর আলম ফারুক, আবদুল্লাহ আল মামুন, মিজানুর রহমান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এসময় বক্তারা কোম্পানীগঞ্জ কে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার কথা জানান।