সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

নীলফামারীতে ‘সমন্বয়ক’ দাবিকারীসহ তিনজন ফেসসিডিল নিয়ে ধরা

নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ দাবি করা রাফায়েতুজ্জামান রিফাত (১৬) ছাড়াও দুজনকে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকায় মোটরসাইকেলের সিটের নিচে রাখা ৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করেন লোকজন। পরে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার নিমবাগান এলাকার মো. আসাদ (২৮), ইরফান রাব্বি (২৪) ও রাফায়তুজ্জাান রিফাত (১৬)। এর মধ্যে রিফাত ও ইরফান আপন ভাই। রিফাত নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুর উপজেলার সমন্বয়ক দাবি করে আসছিলেন।

নিমবাগান এলাকার বাসিন্দারা জানান, আটক ব্যক্তিরা শিক্ষার্থীদের নাম করে অনেক অপকর্ম করে আসছেন। দীর্ঘদিন থেকে তারা ফেনসিডিল, ইয়াবা, নেশাজাতীয় টেবলেটসহ নানা ধরনের মাদক ব্যবসা করে আসছিল। রিফাত ও রাব্বি মূলত মাদক সরবরাহকারী। শিক্ষার্থী ও এলাকাবাসীরা প্রতিবাদ করলে নিজেকে সমন্বয়ক দাবি করে বিভিন্ন হুমকি-ধমকি মামলা-মোকদ্দমার ভয় দেখাতেন।

স্থানীয়রা জানান, আসাদ নামের যুবকটি এলাকায় মাদক বিক্রির পাশাপাশি সুদের ব্যবসার সঙ্গে জড়িত। এসব করে লাখ লাখ টাকার সম্পদ করেছে। সম্প্রতি রাজা নামের ব্যক্তিকে মাদক সেবন করিয়ে জসিম বাজার এলাকায় মাত্র ১ লাখ ২০ হাজার দিয়ে ১৭ শতাংশ জমি লিখে নেন। অথচ ওই জমির মূল্য প্রায় কোটি টাকা। নেশার ঘোর কাটতেই জমির মালিক অবশিষ্ট টাকা চাইলে দেব-দিচ্ছি বলে কালখেপন করেই চলেছে বলে অনেকের অভিযোগ।

প্রতক্ষ্যদর্শী জুয়েল চৌধুরী জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত। জনগণ তাদের হাতেনাতে ধরেছে, উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক ভূমিকা পালন করেন শাকিল চৌধরী, শাহরিয়ার রিফাত, সোয়েব, সাকিবসহ কয়েকজন। তারা জানান, নিজেকে সমন্বয়ক দাবি করা রাফায়েতুজ্জামান রিফাতের অপকর্মে ব্যাপারে জানতে পেরে অনেক আগেই তাকে বয়কট করা হয়েছে। তার সঙ্গে কেউ যেন কোনো প্রকার লেনদেন না করে, শিক্ষার্থীদের কার্যক্রমে সম্পৃক্ত না করে এজন্য সবাইকে আগেই সতর্কও করা হয়েছিল। পরে সে পাত্তা না পেয়ে পরে একটি সংগঠন গঠন করে নিজের ইচ্ছামত অপকর্ম করে আসছিল। তারা রিফাতের শাস্তি দাবি করেন।

জানতে চাইলে সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আখতার হোসেন জানান, ‘মঙ্গলবার রাত আনুমানিক একটার দিকে লোকজন ফেনসিডিলসহ তিনজনকে হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close