ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

চাঁদাবাজির অভিযোগে মামলা

ভালুকা বিএনপির আহ্বায়ককে বহিস্কার, ভারপ্রাপ্ত মোর্শেদ আলম

ভালুকা উপজেলা বিএনপির বহিস্কৃত আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।

ময়মনসিংহের ভালুকায় দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বহিস্কার করা হয়েছে। পরে তিনিসহ ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন দলের যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।

এবার ভালুকা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলমকে উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলম যৌথ স্বাড়্গরিত এক চিঠিতে এই দায়িত্ব দেন।

এর আগে রবিবার (১ সেপ্টম্বর) ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বহিস্কার করা হয়। এর পর দিন সোমবার (২ সেপ্টম্বর) দলের যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন।

মামলার আর্জিতে এমরান উলেস্নখ করেন, ফখর উদ্দিন বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন বিএনপির নাম ব্যবহার করে উপজেলার বিভিন্ন শিল্প কারখানা ও প্রতিষ্ঠানে হাজির হন। তারা ভয়ভীতি দেখিয়ে অনৈতিক সুবিধা আদায়সহ শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করে কল-কারখানায় স্বাভাবিক কাজে বিঘ্ন সৃষ্টি করেন।

এদিকে মোর্শেদ আলমকে ভালুকা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় দলের কেন্দ্রীয় ও জেলা নেতারা অভিনন্দন জানিয়েছেন। এর মধ্যে আছেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন ও উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম নান্নু।

পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান বলেন, মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে উপজেলা বিএনপি অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি, জমি দখল ও স্ট্যান্ড দখলের অভিযোগ উঠে দলের নেতাদের বিরুদ্ধে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close