হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

হাতিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

উপজেলা হাতিয়ায় মো. বেলাল উদ্দিন (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাদিরা সুইচ এলাকায় এ ঘটনা ঘটে।

মো. বেলাল উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি একই ওয়ার্ডের পূর্ব বিরবিরি গ্রামের আব্দুল মালেক মিস্ত্রির ছেলে।

বেলালের চাচা আফছার উদ্দিন জানান, মঙ্গলবার কাদেরিয়া ঘাট এলাকায় দুপুরে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন বেলাল। হামলাকারী সোহেল ও জুয়েল একসঙ্গে অন্য একটি মোটরসাইকেলে এসে পেছন থেকে বেলালের মাথায় ধারালো অস্ত দিয়ে আঘাত করে। এসময় বেলাল মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

সোহেল ও জুয়েল একই এলাকার আওয়ামী লীগের কর্মী বলে পরিচিত। তারা জেলা পরিষদের সাবেক সদস্য বাসার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলাদের বাহিনীর সদস্য বলে জানান আফছার উদ্দিন।

বেলালের বাবা আব্দুল মালেক মিস্ত্রি অভিযোগ করে বলেন, দাওয়াত খেয়ে ফেরার পথে জুয়েল ও সোহেলের ওয়ার্কশপ দোকানের সামনে পৌঁছলে তারা (সোহেল ও জুয়েল) আমার ছেলেকে পেছন থেকে মাথায় কুপিয়ে হত্যা করে। এর আগেও জুয়েল ও তার লোকজন বেলালকে মারধর করে তার দোকান তালা মেরে মালামাল সব লুট করে নিয়ে যায়। এছাড়া স্থানীয় সেন্টার বাজারে মারধর করে আমার ছেলের মোটরসাইকেল নিয়ে যায়। আমার নাতিকে পিটিয়ে পঙ্গু করে দেয়। তাদের মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে আমার চার ছেলে বিদেশ চলে গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জানান, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close