কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর, ২০২৪

একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও মিলছে না সমাধান

কলাপাড়ায় ৪৫০ মিটার সড়ক শতাধিক পরিবারের ভোগান্তি

বর্ষা ও বৃষ্টিতে শিক্ষার্থীসহ এলাকার লোকজনের অধিক বিড়ম্বনা

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ওলামানগর সড়ক কাঁচা সড়কে চলাচল করে শতাধিক পরিবার। ছবি: প্রতিদিনের সংবাদ

পটুয়াখালীর কলাপাড়ায় মাত্র সাড়ে চারশ মিটির কাঁচা সড়কের জন্য ভোগান্তিতে পোহচ্ছে শতাধিক পরিবার। নিয়মিত যাতায়াতের ভোগান্তি ছাড়াও বর্ষা ও বৃষ্টিতে শিক্ষার্থীসহ এলাকার লোকজন বিপাকে পড়েন। উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের ওলামানগর সড়ক নামে পরিচিত রাস্তার এই অবস্থা। রাস্তাটি পাকা করা জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও কোনো সমাধান মিলছে না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দাদের।

গ্রামের কেশব মাস্টার বাড়ি থেকে রব হাওলাদারের বাড়ি পর্যন্ত সড়কটির দূরত্ব মাত্র ১ হাজার ৪৫০ ফুট। স্বল্প বাজেটে কিছু ইট বিছিয়েও এ ভোগান্তি লাগব সম্ভব বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে তারা।

মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার পৌর শহরের নিকটবর্তী টিয়াখালী ইউনিয়নের ওলামানগর সড়কটি দীর্ঘ বছর ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন কয়েকশ মানুষ চলাচল করে। এর মধ্যে দিয়েই বিভিন্ন বিদ্যালয়ে যাতায়ত করে শিক্ষার্থীরা। তবে বর্ষা মৌসুমে তাদের বেশি বেগ পোহাতে হয়। প্রায়শ তারা বিদ্যালয়ে যেতে পারে না।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান, খলিলুর রহমান, রাধা রানী, সুমি রানী ও কৃষ কান্তিসহ কয়েকজন বলেন, সড়কটির পাকা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্যসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে; কিন্তু কোনো সুরাহা মিলেনি। দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলায় পরে থাকলেও বিষয়টি কারোর নজরে আসছে না।

স্কুলশিক্ষার্থী সুমন বলেন, বর্ষা মৌসুমে তাদের বিদ্যালয় যেতে খুবই কষ্ট হয়। প্রায় সময়ই কাদায় পা পিছলে পড়ে পোশাক নষ্ট হয়ে যায়। এতে বিদ্যালয় শিক্ষকদের কথা শুনতে হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কলাপাড়া উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, ওলামানগর সড়কটির আইডি নম্বর না থাকায় এই মুহূর্তে কিছু করতে পারছেন না। তবে আইডিভূক্ত করে অতিদ্রুত সড়কটির পাকাকরণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close