ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাটে বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
নওগাঁর ধামইরহাটে রাতের আঁধারে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মধ্য রাতে উপজেলার মঙ্গলকোটা এলাকার বাচ্চু মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার মধ্য রাতে ১৫-২০ জনের একটি ডাকাত দল বাড়ির মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। পরে বাড়ির মালিক বাচ্চু মন্ডলকে হাত পা বেঁধে ফেলে রাখেন এবং তার ছেলে আব্দুল কুদ্দুসসহ তার মেয়ে ও মেয়ে জামাইকে বেঁধে মারধর করেন। পরে ঘরে ভিতরে ডাকাত দল প্রবেশ করে বিভিন্ন স্থান থেকে নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাত দল। পরে তাদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে এবং থানায় খবর দেয়।
এ বিষয়ে বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুস বলেন, ডাকাতদল সংঘবদ্ধভাবে বাড়িতে ঢুকে আমাকে ও আমার ছোটবোনকে মারধর করে। পরে নগদ টাকা ও চার আনা ওজনের একটি স্বর্ণের গলার চেইন নিয়ে যায়। পরে আমাকে বিভিন্নভাবে মেরে ফেলার হুমকি দেয়।
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিডিএস/জেডকে