অনলাইন ডেস্ক
০৩ সেপ্টেম্বর, ২০২৪
বন্যার্ত মানুষের পাশে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন
গত ২০ আগস্ট ভারতের ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়ার ফলে ভারত সিমান্তলাগোয়া বাংলাদেশের কয়েকটি জেলা—ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের আশপাশ বন্যার পানিতে ডুবে যায়। এতে কয়েক লাখ মানুষ আটকে পড়েন। তাদের উদ্ধার করতে বাংলাদেশ সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এক যোগে কাজ করতে থাকে।
স্বেচ্ছাসেবী সংগঠন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনও বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার এবং পরবর্তীতে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করে।
সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক জানান, ‘শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার ও কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক মাওলানা আনাস আমীনীসহ তারা গত ২১ আগস্ট থেকে কাজ করে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন জেলা কমিটির দায়িত্বশীল এ কাজে শরিক হন। এখনো ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত আছে।’