ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

মাদারীপুরে স্কুলের সদস্য হওয়া নিয়ে সংঘর্ষ, সাবেক চেয়ারম্যানসহ আহত ৩

মাদারীপুরের ডাসারে একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক ইউনিয়র পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলার বাঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় সোমবার সকালে বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে থানা-পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য হিসেবে নাম দেওয়া কেন্দ্র করে বালিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন খানের সঙ্গে সের জামাল খান ও তার চাচাতো ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য মাসুদ হোসেনে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় দুটি ঘরের টিনের বেড়া ও ঘরের জানালার গেলাস ভাঙচুর করা হয়। সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খানসহ উভয় পক্ষে কমপক্ষে তিনজন লোক আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান বলেন, ‘স্কুলের দাতা সদস্য হওয়া নিয়ে প্রথমে ওরা গতকাল (রবিবার) স্কুলের শিক্ষকদের মারধর করেছে। আজ (সোমবার) বাজারে বসে এ নিয়ে কথা কাটাকাটি হয়। আমি নিষেধ করায় সের জামাল ও তার ভাই মাসুদ হোসেন খান আমার ওপরে হামলা চালিয়েছে।’

অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ হোসেন খান বলেন, ‘আমার উপর হামলা করেছে, তিনটি ঘর ভাঙচুর করে। আমি নিরাপত্তা নিয়ে সংশয় আছি। পরে যৌথ বাহিনীর লোকজন এসেছে।’

জানতে চাইলে ডাসার থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে সেনা সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close