টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে যুবদল নেতার নেতৃত্বে ডিসের তার ও যন্ত্র ছিনতাই
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ডিস ও ইন্টারনেটের ফাইবার জয়েন্ট মেশিন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। গত রবিবার রাতে এই অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী মো. রাকিব।
এর আগে শনিবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় আউচপাড়া এলাকার মোক্তার বাড়ি রোড থেকে ওই তার ছিনতাই হয়। এতে জড়িত থাকায় অভিযুক্ত মোহাম্মদ আলী গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক।
অভিযোগ সূত্রে জানা গেছে, টঙ্গী পশ্চিম থানার মুক্তারবাড়ী রোডে স্বপ্ন সুপারশপের সামনে শনিবার রাতে রূপান্তর ডিস ও নেট লাইনের মেরামতের কাজ করছিলেন কর্মচারী শুভ (২৩) ও পারভেজ (২১)। পূর্ব শত্রুতা জের ধরে যুবদল নেতা মোহাম্মদ আলীর নেতৃত্বে হঠাৎ একদল লোক মোটরসাইকেল ও অটোরিকশায় এসেন। পরে ডিশকর্মীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর ও সঙ্গে ৪ লাখ ৮৫ হাজার টাকার ইন্টারনেটের কাজের ফাইবার জয়েন্ট মেশিন ও স্পিøটার নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে একদল সন্ত্রাসী ডিশ কর্মীদের অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা অপহৃত দুজনকে ‘ছাত্রলীগের দালাল’ বলে পরিচয় দেয়। ভুক্তভোগী ব্যবসায়ী রাকিব বলেন, ‘আমার দুজন কর্মচারীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় আমি বাধা দিই। আমরা সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তারা দুজনকে ছেড়ে দিয়ে মেশিনটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন যুবদল নেতা মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘যে ব্যক্তি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। তাছাড়া আমি কোনো ডিস বা ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত নই। একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় করার ষড়যন্ত্র করছে।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান থানায় অভিযোগ দায়ের এর বিষয় নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’