মাগুরা প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

কলেজ পর্যায়ে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ড. মুসাফির 

ছবি: প্রতিদিনের সংবাদ

চতুর্থবারের মতো কলেজ পর্যায়ে মাগুরা জেলা ও পঞ্চমবারের মতো শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন ড. মুসাফির নজরুল (নজরুল ইসলাম)।

গতকাল সোমবার সকাল ১১টায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। এর আগে, বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মোছা. মমতাজ মহল তার হাতে ২০২৪ সালে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

মুসাফির নজরুল মাগুরার শ্রীপুর উপজেলার জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে ‘বিভাগোত্তার বাংলা কথাসাহিত্যে প্রতিফলিত সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা’-শীর্ষক অভিসন্দর্ভের জন্য এম.ফিল ও ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে প্রতিফলিত আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার স্বরূপ- শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন।

বাংলা একাডেমির সদস্য মুসাফির নজরুল কলেজ শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। নব্বই দশকের মধ্যভাগ থেকে দেশ-বিদেশের বিভিন্ন ন্যাশনাল জার্নাল, জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও লিটল ম্যাগে দুই শতাধিক অনুবাদ, গবেষণা প্রবন্ধ, কবিতা ও ফিচার ছাপা হয়েছে। তার মৌলিক রচনা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৬টি। তিনি এর আগে ২০১৮, ২০১৯, ২০২২, ও ২০২৩ সালে কলেজ পর্যায়ে উপজেলা ও জেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরা জেলা,শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close