reporterঅনলাইন ডেস্ক
  ০২ সেপ্টেম্বর, ২০২৪

এস আলম বিদ্যুৎ প্রকল্পে হামলায় সাবেক সেনা কর্মকর্তাসহ নিহত ২

ছবি : সংগৃহীত

বাঁশখালীর গন্ডামারা এস আলম কয়লা বিদ্যুৎ প্রকল্পে হামলা ও লুটপাটের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তাসহ দু’জন নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

সোমবার ভোর ৪ টার দিকে ওই বিদ্যুৎ প্রকল্পে এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে সরওয়ার আলম (৫১)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। অপরজন হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রাশেদ জাওয়ারদার (২৭)।

পুলিশ জানায়, বিদ্যুৎ প্রকল্পে সোমবার ভোর ৪টার দিকে একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালিয়ে প্রকল্প এলাকায় ঢুকে পড়ে। তারা প্রকল্পের মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সরওয়ার ও রাশেদ বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাশেদ ও সরওয়ারকে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কয়লা বিদ্যুৎ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাঁশখালী থানার অফিসার ওসি তোফায়েল আহমদ জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এস আলম বিদ্যুৎ প্রকল্পে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close