রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

ইউপি চেয়ারম্যান আপসারণের দাবি

রাজারহাটে ইউপি চেয়ারম্যানের আপসারণের দাবিতে বিক্ষোভ -প্রতিদিনের সংবাদ

কুড়িগ্রামে ৩ নম্বর রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ষ্টেশন রোড থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সরেজমিনে দেখা গেছে, সামবার দুপুরে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা ও ইউপি সদস্যগণের ব্যানারে ৩ নম্বর রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি ষ্টেশন রোড থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা তাদের ভাষায় দুর্নীতিবাজ এই ইউপি চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

স্থানীয়রা জানান, এনামুল হক বারবার তার রুপ পরিবর্তন করেন। প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয় থাকলেও পরবর্তীতে টাকার বিনিময়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং বিগত দুইটি ইউপি নির্বাচনে দলীয় প্রভাব খাটিয়ে ব্যাপক অয়িমের মাধ্যমে নৌকা প্রতীক নিয়ে ৩ নম্বর রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানিয় কিছু আওয়ামী লীগের দুস্কৃতীকারীর সহযোগিতায় অবৈধ ভাবে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুড়িগ্রাম রাজারহাট,ইউপি চেয়ারম্যান,দাবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close