সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে আ.লীগের ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নীলফামারীর সৈয়দপুরে সাংগঠনিক জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯০ নেতাকর্মীর নাম উল্লেখসহ মোট ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে সৈয়দপুর থানায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিফুর রহমান বাবলু বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অন্যতম আসামিরা হলেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সহ-সভাপতি প্রকৌশলী রাশেদুজ্জামান রাশেদ ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর মহিলালীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল ও সাধারণ সম্পাদক সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ শেখ প্রমুখ।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে অভিযুক্ত আসামিরা বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈয়দপুর সাংগঠনিক জেলা অফিস কার্যালয়ে হামলা চালান। এ সময় অফিসে থাকা মূল্যবান আসবাব ভাঙচুর করা হয়। এছাড়া অফিসে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করা হয়। এসব ভাঙচুরের কারণে অফিসের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও মামলার বিবরণে উল্লেখ করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শক (এসআই) আকমল হোসেন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মামলটি নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।
পিডিএস/জেডকে