হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

হাজীগঞ্জে ১০ দিনে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

হাজীগঞ্জে পানিতে ডুবে সাকছিপাড়া, গৌড়েশ্বর ও কুড়ুলি গ্রামের মারা যাওয়া তিন শিশু। ছবি: সংগৃহীত  

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক স্থানে পুকুর ও বিলের পানিতে ডুবে তিন থেকে সাড়ে চার বছর বয়সি তিন শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পাতানিশ গ্রামে ও বিকালে একই ইউনিয়নের হাড়িয়াইন গ্রামে এবং গত শনিবার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর হলো- সাড়ে চার বছর বয়সি শিশু মো. শাকিল হোসেন, অপর মারা যাওয়া তিন বছর বয়সি শিশু মো. মেহরাজ হোসেন একই ইউনিয়নের পাতানিশ গ্রামের মো. মনির হোসেনের ছেলে। শুক্রবার দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে শনিবার দুপুরে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পূর্ব সাকছিপাড়া আরনগাজী বেপারী বাড়ির শরীফের ছোট ছেলে বিলের (কৃষি মাঠ) পানিতে ডুবে মারা যায়। মারা যাওয়া শিশুটির নাম জানা যায়নি। তার বয়স সাড়ে তিন বছর। তবে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য। এ নিয়ে ১০ দিনের মধ্যে ৫ শিশু পানিতে ডুবে মারা যায়।

জানা গেছে, শুক্রবার নিজ বাড়ির ওঠানেই খেলাধূলা করছিল শিশু মেহরাজ হোসেন। এরপর তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে বের হয়। একপর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন দুপুরের খাবার খেয়ে শিশু শাকিল হোসেন খেলাধূলার উদ্দেশ্যে নিজ বসতঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার সকালে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পূর্ব সাকছিপাড়া আরনগাজী বেপারী বাড়ির শরীফের ছোট ছেলে নিজ বাড়িতেই খেলাধূলা করছিল। এরপর বেশ কয়েকঘণ্টা তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। একপর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের গৌড়েশ্বর গ্রামের বেপারী বাড়ির মো. শরিফুল ইসলামের দুই বছর বয়সি ছেলে মাহাদি হাসান এবং ২১ আগস্ট দুপুরে বড়কুল পশ্চিম ইউনিয়নের কুড়ুলি গ্রামের মসজিদ বাড়ির আব্দুল কুদ্দুসের দুই বছর বয়সি শিশু জান্নাত পানিতে ডুবে মারা যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, শুক্রবার শাকিল হোসেন ও মেহরাজ হোসেন নামের দুই শিশুকে মৃত অবস্থায় পেয়েছি।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদপুর,হাজীগঞ্জ,পানিতে ডুবে,শিশু,মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close