টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

টঙ্গীর মিলগেট এলাকার পিপলস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ

১১ দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

মাতৃত্বকালীন ছুটি ও প্রতিষ্ঠানের ছয় কর্মচারীর পদত্যাগসহ ১১ দাবি

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবিতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। রবিবার বেলা ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত পিপলস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানের উত্তেজিত শ্রমিকরা এই অবরোধ করেন।

তবে অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারী চালক-যাত্রীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর ওপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর দুটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেন।

এর আগে গতকাল সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। আন্দোলনে বেতন বৈষম্য ও মজুরি কাঠানো কার্যকর না করার প্রতিবাদ এবং মাতৃত্বকালীন ছুটি ও প্রতিষ্ঠানের ছয় কর্মচারীর পদত্যাগসহ ১১ দাবি করেন তারা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকাল ১১টায় শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও বিআরটি ফ্লাইওভারের ওপরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর ওপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে তাদের নির্ভৃত করে।

শ্রমিকরা বলেন, দীর্ঘ ৯ বছর ধরে তারা বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। এখন পর্যন্ত ২০১৫ সালের মজুরি কমিশন কার্যকর করেনি কারখানা কর্তৃপক্ষ। নারী শ্রমিকদের দেওয়া হয় না কোনো মাতৃত্বকালীন ছুটি। এ সময় মালিক পক্ষের ৬ কর্মচারীর পদত্যাগও দাবি করেন শ্রমিকরা। এমন কি কোনো স্থায়ী শ্রমিক চাকরি থেকে অব্যাহতি নিলে তাদের ন্যায্য পাওনাদি দিতে গড়িমসি করেন কারখানা কর্তৃপক্ষ।

জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, বিভিন্ন দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত করেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাতৃত্বকালীন ছুটি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close