গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। তাৎক্ষণিতভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাশিয়ানি উপজেলার মাঝিঘাটিতে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ আল বাকি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে ৫জন নিহত হন এবং আহত হন ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন।
নিহতরা হলেন- কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। তাদের সবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসে আটকে থাকা চালক আনোয়ারকে উদ্ধার করা হয়। পরে তাকেসহ আহতদের হাসপাতালে পাঠানো হয়।
পিডিএস/এমএইউ