নোয়াখালী প্রতিনিধি

  ৩১ আগস্ট, ২০২৪

কোম্পানীগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার (২৮ আগষ্ট) রাত ১০টায় উপজেলার ৮নং চর এলাহী বাজারে তার ব্যক্তিগত অফিসে এই ঘটনা ঘটে। পরে শুক্রবার (৩০ আগষ্ট) বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, চর এলাহী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তার পূর্ব থেকে গঠিত চায়না বাহিনী হামলা করে বিএনপি নেতা আবদুল মতিন তোতা’র উপর। চায়না বাহিনীর সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ইয়াবা বেলাল খোকন, জব্বর সহ চায়না বাহিনীর সদস্যদের নিয়ে ইউনিয়ন বিএনপি’র বর্তমান সভাপতি আব্দুল মতিন তোতা এবং বিএনপি’র সাধারণ সম্পাদক ইউপি সদস্য মুস্তাফিজুর রহমানের উপরে বর্বরোচিত হামলা চালায়।

৫ই আগষ্টের পর থেকে রাজ্জাক চেয়ারম্যানের সাথেও আব্দুল মতিন তোতার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল বলে জানা যায়। এর আগে গত ৫ই আগষ্ট সরকার পতনের পর ২৫শে আগষ্ট তোতা চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক চেয়ারমানের ভাই খোকন ও তার বোনের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া যায়। এর দু’দিন পর এসবের জের ধরে পরিকল্পিতভাবে আব্দুল মতিন তোতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় রাজ্জাক চেয়ারম্যানের হেলমেট পরিহিত চায়না বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় তাকে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ (৩০ আগষ্ট) বিকেল ৩টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব চৌধুরী জানান, অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে বলে জানতে পারি। নিহতের পরিবার থেকে এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোয়াখালী,কোম্পানীগঞ্জ,বিএনপি,কুপিয়ে হত্যা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close