reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০২৪

এবার সীমান্তে গুলি ছুড়ল বিজিবি

ফাইল ছবি

ভারতীয় চোরাকারবারি দলকে লক্ষ্য করে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি চালিয়েছে বিজিবির জওয়ানরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলা খোসালপুর সীমান্তে ওই ঘটনা ঘটে। মহেশপুর বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করার খবর পেয়ে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/৯৮-আর এর বিপরীতে অবস্থান নেয়। ভোরের দিকে ভারতীয় কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তাভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে।

এ সময় ভারতীয় চোরাকারবারিরা বিজিবিকে ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবির টহল দলের দিকে অগ্রসর হতে থাকে। পরে টহলদল প্রাথমিক সতর্কতা হিসাবে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতেও ভারতীয় চোরাকারবারি ভয় না পেয়ে ক্রমাগত বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় চোরাকারবারিদের অবস্থান লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল মদ উদ্ধার করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গুলি,চোরাকারবারি,মহেশপুর সীমান্ত,ঝিনাইদহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close