মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০২৪

মাধবপুরে বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু

ছবি: প্রতিদিনের সংবাদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহাব উদ্দিন ও মিলন মিয়া। শাহাব উদ্দিন ও মিলন মিয়া খড়কী গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, শাহাব উদ্দিন ও মিলন মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

অপরদিকে, একই উপজেলার বহরা ইউনিয়নে দলগাঁও গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শফিক মিয়া ও বজ্রপাতে মারা গেছেন। বজ্রপাতে আহত হয়ে শফিক মিয়াকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. জান্নাত নাঈম বিষয়টি নিশ্চিত করেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হবিগঞ্জ,মাধবপুর,বজ্রপাত,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close