কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০২৪

কমলগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: প্রতিদিনের সংবাদ

বাংলাদেশ আনসার ও ভিডিপি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালের দিকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ২০০ চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার।

উপজেলা আনসার ভিডিপির অফিস সূত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহারের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশের ন্যায় এ উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ২০০ চারা করিমপুর আনসার ও ভিডিপি ক্লাব, ভাষানীগাঁও আনসার ও ভিডিপি ক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনার মধ্যে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক জায়েদ হোসেন, প্রশিক্ষিকা সানজিদা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীবৃন্দ, ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার ও সহকারী কমান্ডাররা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার বলেন, ‘উপজেলা ২০০টি বনজ, ফলজ ও ঔষধি গাছ দলনেতা দলনেত্রী ও কমান্ডারদের মধ্যে বিতরণ করা হয়। তারা এসব চারা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় রোপণ করেন।’

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,কমলগঞ্জ,আনসার-ভিডিপি,বৃক্ষরোপণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close