হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
১২ আগস্ট, ২০২৪
হাটহাজারীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে বজ্রপাতে মোহাম্মদ সালাউদ্দিন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল করিমের ছেলে।
জানা যায়, গত সোমবার সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। তার নিজস্ব জমিতে চাষাবাদ করার সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের মৃত্যু ঘটনা নিশ্চিত করেন তার প্রতিবেশী মো. মোরশেদ।
পিডিএস/জেডকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন