হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
১২ আগস্ট, ২০২৪
হালুয়াঘাটে দেবরের কুড়ালের আঘাতে ভাবির মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে দেবরের কুড়ালের আঘাতে ভাবি রহিমা খাতুনের (৫৫) মৃত্যু হয়। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজাহারুলকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। রহিমা খাতুন ঘোষবেড় গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, ভাবি রহিমা খাতুনের সঙ্গে দেবর আজাহারুলের ডিস এবং বিদ্যুতের লাইন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ভাবির হাতে ও ঘাড়ে কুড়াল দিয়ে আঘাত করেন আজাহারুল। এতে ঘটনাস্থলেই রহিমা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় এএসপি সাগর সরকার এবং ওসি মাহবুবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, আজহারুলকে আটক করা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিডিএস/জেডকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন