কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০২৪

জমি নিয়ে বিরোধ

কলারোয়ায় প্রতিপক্ষের মারধরে একজন নিহত, আহত ৫

জমির মালিকানা নিয়ে বিরোধে সাতক্ষীরার কলারোয়ায় এবাদুল হক (৬২) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করেছে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর উত্তরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী হযরত আলীর সঙ্গে এবাদুল হকের দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জেরে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এবাদুল হক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় হযরত আলীর লোকজন। তারা এবাদুল হক ও তার পরিবারের আরো ৫ সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করে।

মারধরের পর আশঙ্কাজনক অবস্থায় এবাদুল হককে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়সাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামদ শাহিন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সোমবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানা গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close