দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০২৪

দুর্গাপুরে সরকারি হাসপাতাল ঘুরে দেখলেন শিক্ষার্থীরা

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদারকি করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে সেবার মান দেখেন একদল শিক্ষার্থী। এ সময় তারা হাসপাতালের জরুরি বিভাগ, রোগীদের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসকদের কক্ষ, টিকিট কাটার কাউন্টার, ল্যাবসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তারা। এই সময় হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। এ ছাড়াও হাসপাতালের সামনে অটোরিকশা না রেখে নির্দিষ্ট স্থানে পার্কিং করার জন্য চালকদের বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন শিক্ষার্থী সাকি আল হাসান, বিল্লাল হোসাইন, হিমেল মিয়া, আলআমিন, আনাস, মুশফিক, সারোয়ার হাসান, শাহরিয়ার, মাইশা মুবাশ্বিরা, তোরা, বোরহা, মেঘলা, মাহবুবা, আইরিন সূচি ও ফুরকান। শিক্ষার্থী সাকি আল হাসান বলেন, ‘আমরা আজ হাসপাতালে গিয়ে প্রথমে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও অন্যান্য গাড়ি নির্দিষ্ট স্থানে পার্কিং করতে চালকদের পরামর্শ দিই। পরে হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করি ও কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলি।’

সাকি আল হাসান বলেন, ‘হাসপাতালে দালাল চক্রদের আজ আমরা প্রাথমিকভাবে সতর্ক করে আসছি। এরপর না মানলে আমরা তাদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিব। হাসপাতালে ডিউটির সময় প্রাইভেট চেম্বারে বসে রোগী দেখতে না করি ডাক্তারদের। রোগীরা যাতে কোনো দূর্ভোগের শিকার না হয়, সেদিকে ডাক্তারদের খেয়াল রাখতে বলি।’

আরকে শিক্ষার্থী হিমেল বলেন, ‘হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ডাক্তারসহ আমরা রোগীদের সঙ্গে কথা বলি। রোগীদের খাবারের মান ভালো দিতে বলি। ওষুধ প্রতিনিধিদের নির্ধারিত সময়ের আগে চিকিৎসকের চেম্বারে না ঢোকার কথা বলে আসি। দেশটা আমার আপনার সবার, দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close