উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
উল্লাপাড়ায় জায়গা নিয়ে বিবাদে ১০ দোকানে আগুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার (৭ আগস্ট) খোলা জায়গায় দোকান বসানোর জায়গা চিহ্নিত করা নিয়ে মারপিট বিবাদের পর পৌর শহরে পাট গুদামসহ আট থেকে ১০টি দোকান আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বিভিন্ন মালামালের গোটা ছয়েক দোকানের সব পুড়ে গেছে।
একাধিক সূত্রে জানা গেছে, পৌর শহরের কাঁচাবাজারে ও শহরের বিভিন্ন সড়কের ধারে খোলা জায়গায় দোকান বসানোয় জায়গা চিহ্নিত করা নিয়ে সকাল দশটার দিকে কাঁচাবাজারে সাতবারিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মামুন এবং তালুকদার পাড়ার বাবলুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারপিট হয়। এর কিছু সময় পর দুপক্ষের মধ্যে সংঘর্ষের পর পাট বন্দরের দুটি পাট গুদামসহ শহরের গোটা আটেক দোকান আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে আগুনে মোহাম্মদ আলী ভ্যারাইটি, পারভেজ ভ্যারাইটি, সরদার ফার্মেসিসহ আরো কটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। সেনাবাহিনী সদস্যরা ও মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।
এদিকে, দুপুরে দেখা গেছে শহরের বিভিন্ন দোকানি তাদের দোকানের মালামাল বিভিন্ন বাহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বেশ কজন দোকানি জানান, তারা দোকানের মালামাল ক্ষতির শঙ্কায় ও আতঙ্কিত হয়ে নিরাপদে রাখতে বাড়ি নিয়ে যাচ্ছেন।
বাজার বণিক সমিতির সাধারণ সস্পাদক জাহিদুজ্জামান কাকন বলেন, অন্য ব্যবসায়ীরাও মালামাল নিয়ে বাড়ি যাচ্ছে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল ইসলাম বাবু বলেন, আগুন নেভানোয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। ক্ষয়-ক্ষতির হিসেব জানা যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পিডিএস/জেডকে