reporterঅনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট, ২০২৪

পলাশে শেখ হাসিনার পদত্যাগে বিজয় মিছিল ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নরসিংদীর পলাশে বিজয় মিছিল উদযাপন করেছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে একটি বিশাল আনন্দ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থীদের নানা স্লোগানে মুখরিত হয় চারদিক।

এসময় সমন্বয়ক শিক্ষার্থীরা বলেন, গত ২০-২২ দিনে অনেক আন্দোলনের পর আমরা সফলতা পেয়েছি।আমরা আশা করি, সকলে মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো। কোনো রকম সহিংসতা কখনো শিক্ষার্থীদের প্রতিবাদে ভাষা হতে পারে না। আমরা সকলে মিলে দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ বিয়াম ল্যাবলেটরি স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সমন্বয়ক সাইমন রসুল শান্ত, রিফাতুল ইসলাম, জাহিন মোল্লা ও নুসরাত জাহান মিথিলাসহ পলাশ উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close