অনলাইন ডেস্ক
০৬ আগস্ট, ২০২৪
বিমানবন্দরে ঢাবি ছাত্রলীগের সম্পাদকসহ আটক ২
বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ ও এভিয়েশন সিকিউরিটি।
এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র।
সূত্রটি জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে তিনি ইমিগ্রেশনের হেফাজতে আছেন। এছাড়া রিয়াজ ইমিগ্রেশন শেষ করে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন। তাকে আটক করেছে এভিয়েশন পুলিশ।
এর আগে ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন জুনাইদ আহমেদ পলক।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন