ঢাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে হলছাড়া ছাত্রলীগ নেতাকর্মীরা
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে উত্তাপ ছড়িয়েছে। গতকাল রাত থেকে বিভিন্ন হলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এছাড়া সংগঠনটির বেশ কয়েকজন নেতাকে মেরে হল থেকে বের করে দেওয়ার অভিযোগও এসেছে।
শিক্ষার্থীদের তোপের মুখে জিয়াউর রহমান হল, রোকেয়া হল, জসীম উদ্দীন হল, বিজয় একাত্তর হলসহ বেশ কয়েকটি হলের ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান বলে জানা গেছে। এসব হলের ছাত্রলীগের নেতাকর্মীদের কেউ ভিসি চত্বরের দিকে আবার কেউ মধুর ক্যান্টিনের দিকে চলে যান।
গতকাল দিনভর পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার পরই বেশি ক্ষুব্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাতভর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের বিপক্ষে শক্ত অবস্থান নেয় তারা।
শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে একের পর এক হল থেকে বেরিয়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন হলে শীর্ষ ছাত্রলীগ নেতাদের রুমেও হামলা ও ভাঙচুর চালায়।
রাতে ঢাবির মেয়েদের পাঁচ হলে ছাত্রলীগের নেত্রীদের বের করে দেন সাধারণ শিক্ষার্থীরা। পরে এসব হলের প্রাধ্যক্ষের কাছ থেকে ‘হল রাজনীতিমুক্ত’ নামে হলের প্যাডে লিখিত মুচলেকা নেয় আন্দোলনকারীরা।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছেলেদের হলেও ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর ও তাদের বের করে দেওয়ার খবর পাওয়া গেছে।
ভোরে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রাধ্যক্ষের কক্ষে জড়ো হয়ে প্রাধ্যক্ষের কাছে ‘ছাত্রলীগ ও রাজনীতিমুক্ত’ ঘোষণা সংবলিত স্বাক্ষর নেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের তোপের মুখে পাঁচটি নির্দেশনা প্রদান করে বিজ্ঞপ্তি দেয় হল প্রাধ্যক্ষ।
সকাল সাড়ে আটটার দিকে জিয়া হলের ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেয় শিক্ষার্থীরা। এরপর বিজয় একাত্তর হল থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগের নেতাকর্মীদের। এর কিছু পরেই জসিম উদ্দিন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের রুমে ভাঙচুর চালায় সাধারণ শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা হল থেকে পালিয়ে যান।
পিডিএস/এমএইউ