প্রতিদিনের সংবাদ ডেস্ক
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
পেনশন কর্মশালা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী এক কর্মশালা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন এর আয়োজনে দরবার হলে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য.দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম সোহেবসহ অন্যরা।
ত্রাণ বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেলের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া দারুল কোরআন কওমি মাদ্রাসা মাঠে বন্যার্ত প্রায় ৪ শত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু। প্রতিটি অসহায় বন্যার্ত মানুষকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ২ কেজি চিড়া, ১ লিটার তেল বিতরণ করা হয়।
পোনা অবমুক্ত
ঘোড়াঘাট প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারিতে উৎপাদিত পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের ঋষিঘাট কাটাদহ বিলে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হানিফ উদ্দিন। এ সময় রুই, কাতলা, মৃগেল, সরপুঁটিসহ দেশীয় প্রজাতির ৮০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
চারা রোপণ
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বজ্রপাত রোধে তালগাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কলম ইউনিয়নে কালিনগর গ্রামীণ সড়কে ৪০০ তালগাছের চারা রোপণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত রোধে এ চারা রোপণ করা হয়েছে। চারা রোপণকালে উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসানসহ অন্যরা।
অবহিতকরণ কর্মশালা
পলাশবাড়ী প্রতিনিধি
স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গাইবান্ধার পলাশবাড়ীতে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণ বিশেষ (ভায়া) অবহিতকরণ কর্মশালা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মঙ্গলবার সকালে পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নের মেরীরহাট উপ-স্বাস্থ্যকেন্দ্রে নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণ এ বিশেষ (ভায়া) কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ১০০ জন নারীকে জরায়ু-মুখ ক্যান্সার শনাক্তকরণ টেস্ট করানো হয়। জনসচেতনতা বাড়াতে প্রধান অতিথির বক্তব্য দেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (টিএইচএ) কর্মকর্তা আনিসুর রহমান।
মতবিনিময় সভা
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা হয়েছে। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আয়োজনে মঙ্গলবার উপজেলা মিনি কনফারেন্স রুমে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও নাচোল স্বাস্থ্য কমপে¬ক্স স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউর রহমান সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর মেয়র ও পৌর সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, ভাইস-চেয়ারম্যান কামাল উদ্দিন।
পিডিএস/আরডি